তালাবদ্ধ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
শেরপুরের নকলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৪ ডিসেম্বর) ভোরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পলাতক রয়েছে নিহতের স্বামী রাসেল মিয়া। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের বিষু মিয়ার মেয়ে ও দুই সন্তানের জননী।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া জানান, প্রায় ৯ বছর আগে জানকিপুর এলাকার মানিক মিয়ার সঙ্গে শাহনাজের বিয়ে হয়। পরে তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। পারিবারিক কলহের জের ধরে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতে চলে যায় শাহনাজ বেগম। প্রায় ৪ বছর আগে গাজীপুরের শ্রীপুরের মজিবর রহমানের ছেলে রাসেলের বাসায় ভাড়া থাকাকালীন দ্বিতীয় বিয়ে হয় রাসেলের সঙ্গে। এক বছর পরেই শাহনাজ তার স্বামীকে নিয়ে নিজ বাড়ি শেরপুরের নকলার জানকিপুরে চলে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তিনি আরও জানান, আজ সকালে পরিবারের সদস্যরা শাহনাজকে ডাকাডাকি করে। এক পর্যায়ে তারা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে শাহনাজ ঘরের এক কোনায় ফ্লোরে চিৎ হয়ে পড়ে আছে এবং আশপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহের চোখ ও মুখে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এখনও তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয়দের ধারণা, রাসেলই শাহনাজকে হত্যা করে ঘর তালা দিয়ে কৌশলে পালিয়ে যায়।
এসআইএইচ