৬ বছর পর ময়মনসিংহ আওয়ামী লীগের সম্মেলন
ছয় বছর পর আগামীকাল (০৩ ডিসেম্বর) শনিবার হতে যাচ্ছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস সকাল ১১টায় হবে এ সম্মেলন। সম্মেলনকে সফল করতে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে মহানগর ও জেলার নেতাকর্মীরা। নেতাকর্মীদের প্রত্যাশা এ সম্মলনে কয়েক লক্ষ নেতাকর্মীর সমাবেশ ঘটবে।
সম্মেলনের জন্য সার্কিট হাউস মাঠের উত্তর পাশে নৌকার আদলে তৈরি করা হচ্ছে বিশাল বড় ও দৃষ্টিনন্দন মঞ্চ। যার দৈর্ঘ্য ১২০ ফুট ও প্রস্থ ৮০ ফুট। মঞ্চটিতে একসাথে দুইশত নেতারা বসতে পারবেন। আজ শুক্রবার মঞ্চ তৈরির কাজ শেষ হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
শুক্রবার বিকেলে সরেজমিনে সার্কিট হাউস মাঠে গিয়ে দেখা গেছে, মঞ্চের উপরে বিশাল আকৃতির একটি প্যানা টানানো হয়েছে যার ডানপাশে বঙ্গবন্ধু ও বামপাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। ওই প্যানাতে শোভা পাচ্ছে বর্তমান সরকারের প্রায় সকল মেগাপ্রকল্পের উন্নয়নয়নের স্থির চিত্র।
এদিকে সম্মেলনকে ঘিরে নগরীর প্রতিটি রাস্তায় পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে।নেতাকর্মীরা শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। জেলা থেকে উপজেলা প্রতিটি স্থানে এমনি গ্রামের চায়ের স্টলেও আলোচনা হচ্ছে কে আসছে নতুন করে,নাকি বহাল থাকবে পূর্বের কমিটি এ নিয়ে চলছে নানা মন্তব্য।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে নগরীর প্রতিটি মোড়ে মোড়ে সাজানো হয়েছে বিশাল বিশাল ব্যানার ফেস্টুন দিয়ে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম ফখরুল বলেন, সম্মেলন সফল করতে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছে।
দলীয় সূত্র জানান, শনিবারের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। যুগ্মসাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঁঞা জানান,সম্মেলনকে কেন্দ্র করে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সাড়ে ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি এপিবিএন সদস্যরাও থাকবে। ইতিমধ্যে পুলিশ হেডকোয়াটার্স থেকে এপিবিএনর সদস্যদের নিয়ে আসা হয়েছে। পুরো সম্মেলনস্থলকে সিসি ক্যামেরার আওয়তায় আনা হয়েছে। থাকবে ওয়াচ টাওয়ার সর্বদা মনিটরিং করা হবে সম্মেলনস্থল।
এএজেড