জামালপুরে বিএনপি নেতাকর্মীসহ আটক ১৭২

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৭২ জনকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার চেষ্টা ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামীদের অভিযান চালিয়ে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ জানান, নাশকতা, ওয়ারেন্টভুক্ত আসামীসহ বিভিন্ন মামলায় সারা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৭২জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে জামালপুর সদর থানা পুলিশের অভিযানে নাশকতার অভিযোগে ১২জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে নাশকতা চেষ্টার অভিযোগে ১২জন নেতাকর্মীকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের এর পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জামালপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানিমূলক মিথ্যা বানোয়াট মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।
এএজেড
