বিএনপির সমাবেশ, নেত্রকোনায় যানবাহন চলাচল বন্ধ
নেত্রকোনা জেলা বাসস্ট্যান্ড পারলা অনেক বাস চলাচল না করায় ময়মনসিংহে বিভাগীয় সমাবেশে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজ সকালে ময়মনসিংহ নগরে বিএনপির কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তবে অভ্যন্তরীণ রুটসহ ময়মনসিংহ থেকে নেত্রকোনা আন্তজেলা রুটে বাস চলাচল করছে কম। এতে সাধারণ যাত্রীরা বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে ময়মনসিংহে চলাচল করছেন।
আজ সকাল থেকে ময়মনসিংহ-নেএকোনা সড়ক এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহের অভ্যন্তরীণ রুটে বাস চলছে কম। নগরের পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনালে নেত্রকোনাগামী কোনো বাস ছেড়েছে কম। তবে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নেত্রকোনা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী হাতে গোনা কয়েকটি বাস ময়মনসিংহ হয়ে চলতে দেখা গেছে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে ময়মনসিংহ নগরের পলিটেকনিক ইনস্টিটিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ময়মনসিংহ বিভাগের চারটি জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দেবেন। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে ক্ষমতাসীন দলের নির্দেশে পরিবহনমালিকেরা আন্তজেলা ও ময়মনসিংহ হয়ে ঢাকাগামী বাস বন্ধ করে দিয়েছেন।
এদিকে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ দুপুরে বাসস্ট্যান্ডে দেখা যায়, অসংখ্য যাত্রী বাসের অপেক্ষায় আছেন। ফারুক হোসেন নামের এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকবে, এমন কোনো খবর তিনি জানতেন না। অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু কোনো বাস ছাড়ছে না।
বাস না পেয়ে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের যাত্রীরা ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় ময়মনসিংহে আসছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। তবে এসব ইজিবাইক ময়মনসিংহ শহরের ভেতরে ঢুকছে না। শম্ভুগঞ্জ মোড় এলাকায় নেমে আবারও অন্য ইজিবাইকে করে শহরে ঢুকতে হচ্ছে।
জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন জানান, জেলা বিএনপির নেতাকর্মীদের চলাচল করতে আওয়ামী লীগের বাঁধা দেওয়ায় তারা বাস না পেয়ে বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে ময়মনসিংহ শহরে গেছেন। অনেকেই বাড়ি ফিরে গেলেন। বাস বন্ধের বিষয়ে জানতে জেলা মটর মালিক সমিতির সভাপতি আরিফ খানকে মোবাইল ফোনে থেকে একাধিকবার কল করা হয়। উনার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আধুনিক মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাস বন্ধের বিষয়টি তিনি জানেন না। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এএজেড