প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী
নেত্রকোনার মদনে গানের আসর থেকে বাড়িতে ফেরার পথে জুবায়ের শাহ ওরফে জিকেল (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুবিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বনতিয়শ্রী উত্তরপাড়ায় নিজ বাড়ির পাশে এ ঘটনাটি ঘটে।
আহত জিকেল উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর শাহজী বাড়ির মো. আজিজুল ইসলামের ছেলে। তিনি উপজেলা বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ির অদূরে গানের আসর বসে। গানের আসর শেষে বাড়ি ফিরছিল জিকেল। এ সময় পথিমধ্যে মোবাইলে ফোন আসলে দেওয়ালখালী ব্রিজের দক্ষিণপাশে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। সেই সময় তার উপর প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় জিকেলের পিঠের বামপাশে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।
ছুরিটি ভেঙে এর অর্ধেক অংশ তার দেহের মধ্যে আটকে থাকে। পরে তার ডাক-চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠায়।
জিকেলের বাবা মো. আজিজুল ইসলাম জানান, হাসনপুর গ্রামের উত্তর-পূর্ব কোণায় শান্তিপুর মহল্লায় প্রতিপক্ষ বরুজ মিয়া, রেনু মিয়া ও সমুন মিয়াদের জমির পাশে আমার প্রায় এক একরের মতো জমি রয়েছে। তারা বিভিন্নভাবে এই জমি চাষাবাদ করতে বাঁধা প্রদান করে থাকে। এ নিয়ে চলতি বছরের মার্চ মাসের দিকে তাদের সঙ্গে মারামারির ঘটনায় আদালতে মামলা চলমান আছে। এসব বিষয়কে কেন্দ্র করে বরুজ মিয়ার ছেলে রাজেক (২৫), রেনু মিয়ার ছেলে সুমন (৩০) ও ফেরদৌস মিয়ার ছেলে এহসান গংরা চার-পাঁচটি মোটর সাইকেলযোগে প্রায় ১২-১৫ জন মিলে আমার ছেলে জিকেলের উপর অতর্কিত হামলা চালায়।
এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত মাজেদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এর আগেও দুই পক্ষের নামে মামলাও রয়েছে।
এসআইএইচ