বিএনপির সমাবেশেকে ঘিরে শহরে কর্মী সমর্থকরা
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৫ আক্টোবর ময়মনসিংহ বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে। প্রশাসনের অনুমতি পাওয়ার পর থেকেই ময়মনসিংহ পলিটেকনিক্যাল মাঠে জড়ো হতে শুরু করেছে হাজার হাজার কর্মী সমর্থক।
শুক্রবার বিকেলে প্রশাসনের কাছ থেকে ময়মনসিংহ পলিটেকনিক্যাল মাঠে সমাবেশের অনুমতি পাওয়ার পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছে সভাস্থলে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে সভাস্থল কর্মী সমর্থকদের উপস্থিতে সরব হয়ে উঠেছে। এতে করে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
দলের একাধিক নেতা জানান, নগরীর সার্কিট হাউজ মাঠ বরাদ্ধ চেয়ে তারা প্রশাসনের কাছে আবেদন করেও অনুমতি না মেলায় তারা ক্ষোভ জানিয়েছেন। ইতোমধ্যে ৭টি জেলা ইউনিট ও উপজেলা কমিটির প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে। বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে জনগণের অভ্যুত্থান ঘটাতে চায় দলটি। অপরদিকে একই দিনে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে জমায়েতের ঘোষনা দিয়েছে আওয়ামীলীগ।
তারা বলছেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বা জান মালের ক্ষতির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এদিকে ৭টি জেলা ইউনিটসহ সকল ইউনিট কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সমাবেশের দিন পথে পথে যদি বাঁধা প্রদান না করা হয় তাহলে এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে জানান সিনিয়র নেতাকর্মীরা।
দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, এই বিভাগীয় সমাবেশকে ঘিরে সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের যে উৎসাহ দেখা যাচ্ছে তাতে অতীতের সব রেকর্ড ভেঙ্গে যাবে। এদিকে জেলা পুলিশ বলছেন, শান্তিপ্রিয় সমাবেশে বাঁধা দিবে না পুলিশ কিন্তু বিশৃঙ্খলাকারীদেরকে কোন ছাড় দেয়া হবে না।
এএজেড