১৯ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
দেড় যুগের ও বেশি সময় অর্থাৎ দীর্ঘ ১৯ বছর পর আগামী (২১অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। চার দিকে সাজ সাজ রব। আকাঙ্ক্ষিত এ সম্মেলনকে ঘিরে স্থবির বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছোটাছুটি করছেন পদ পাওয়ার জন্য। পুরো উপজেলার সর্বত্র আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ।
উপজেলার সম্মেলনকে ঘিরে ছোট বড় প্রার্থীদের মাঝে গবেষণা ও যোগাযোগ চলছে। বিগত দিনে উপজেলায় এমন সুসজ্জিতভাবে দলীয় কর্মসূচি পালন করতে দেখা না গেলেও, এবারের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে গোটা উপজেলা সেজেছে নববধুর সাজে। আসন্ন সন্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে রং-বেরঙের ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। মূলরাস্তাসহ অলিতে-গলিতে বাঁশ দিয়ে নির্মাণ করা হয়েছে বিভিন্ন ধরণের তোরণ। দলের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য।
বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে মঞ্চ তৈরির প্রস্তুতি ও স্থান নির্ধারণ নিয়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু (এমপি) স্থানীয় নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করেন।
এ সময় সময় অন্যান্যদের মধ্যে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা আলোচনার মাধ্যমে বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠকে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) সম্মেলনের স্থান নির্ধারণ করেন।
এদিকে ত্রি-বার্ষিক সন্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটি ছাড়া অন্য পদগুলো নিয়ে সাধারণ নেতাকর্মীদের মধ্যে খুব একটা আলোচনা নেই বললেই চলে। ইতোমধ্যে, উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করেছে বতর্মান উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে সভাপতি প্রার্থী খায়রুল কবীর খোকন বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত। জাতির পিতার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টু বলেন, উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিন্ধান্তে। তিনি যাকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন আমরা তার নেতৃত্বেই দলীয় কর্মকান্ড পরিচালনা করবো।
সভাপতি প্রার্থী মাইনুল হক কাসেম বলেছেন, সম্মেলনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দলকে গতিশীল করার লক্ষ্য তৃনমুলের নেতাকর্মীসহ সবাইকে একসাথে নিয়ে মিলে মিশে কাজ করবো আমরা বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ। আমি উপজেলার মানুষের সেবা চালু রাখতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি।
ফেসবুকসহ স্থানীয় গণমাধ্যমে চলছে প্রচার প্রচারণা। কে হচ্ছেন, সভাপতি আর কে হচ্ছেন, সাধারণ সম্পাদক এ নিয়ে যেন জল্পনা কল্পনার শেষ নেই। দিন যতটা ঘনিয়ে আসছে, রাজনৈতিক আলাপ-আলোচনা ততই তুঙ্গে উঠেছে। সেই সঙ্গে ভারি হচ্ছে প্রার্থীদের নামের তালিকা। তৃণমূল নেতাকর্মীদের আশা আগামী ২১ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল হবে।
বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্থানীয় জ্যেষ্ঠ নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, সম্মেলনকে ঘিরে উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সেই সঙ্গে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। সুষ্ঠুভাবে সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ও তিনি আশাবাদী।
এএজেড