নেত্রকোনায় কুমারী পূজা অনুষ্ঠিত
নেত্রকোনায় সোমবার (৩ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নেত্রকোনা শহরের বড়বাজার সর্ববণিক সাহার বাসায় পূজামণ্ডপে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
কুমারীরা শুদ্ধতার প্রতীক হওয়ায় মাতৃরূপে ঈশ্বরের আরাধনার জন্য কুমারী কন্যাকে নির্বাচন করা হয়। শারদীয় দুর্গাপূজার অংশ হিসেবে এই পূজা অনুষ্ঠিত হয়। ঢাকের বাদ্য, উলুধ্বনি, চন্ডী পাঠ ,পূজা অর্চনা ও ভক্তদের উপস্থিতিতে মুখরিত ছিল।
এ ছাড়া মণ্ডপে মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর প্রতি অঞ্জলি নিবেদনের সময় দেশ ও সমাজের শান্তি, উন্নয়নসহ করোনা অতিমারি থেকে রক্ষায় প্রার্থনা করেন।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক লিটন কুমার পন্ডিত জানান, নেত্রকোনা জেলা শহরসহ উপজেলাগুলোতেও একইভাবে আছে উৎসবের রব। এ বছর নেত্রকোনা সদরসহ ১০টি উপজেলায় ৫২৪টি মণ্ডপে পূজা হচ্ছে। উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল গঠনসহ প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পূজার আয়োজক সর্ববণিক সাহা জানান, ৬-৭ দশক সময় ধরে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এসজি