ময়মনসিংহে ফুটবলারদের সংবর্ধনায় সাংবাদিকদের হেনস্থার অভিযোগ
ময়মনসিংহে সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনার সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের হেনস্তা ও পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ৯টি সাংবাদিক সংগঠনের যৌথ সভায় জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের সব খবর বর্জন ও বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবার (২ অক্টোবর) রাতে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সংগঠন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ময়মনসিংহ প্রেসক্লাব, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মিটিংয়ে বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা অভিযোগ করেন, গত ২৯ সেপ্টেম্বর ৮ নারী ফুটবলার ময়মনসিংহ পৌঁছালে তাদের আগমন ও সংবর্ধনার ফুটেজ সংগ্রহ করতে গেলে ঢাকা থেকে আসা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত কয়েকজন।
এ ছাড়া ফুটবলাররা সার্কিট হাউজে পৌঁছানোর পর তাদের ইন্টারভিউ নিতে গেলে অসহযোগিতামূলক আচরণ করাসহ তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন জেলা ক্রীড়া সংস্থার কয়েকজন।
এবিষয়ে আজ সোমবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন সাংবাদিকরা। যতোদিন পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের দুর্ব্যবহারের জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া না হবে ততোদিন পর্যন্ত তাদের সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন সাংবাদিকরা।
উল্লেখ্য ২৯ সেপ্টেম্বর সাফ জয়ী আট ফুটবল কন্যাকে সিটি করপোরেশনের চুরখাই এলাকায় ফুলেল বরণও সার্কিট হাউজের বৈশাখী মঞ্চে সংবর্ধনায় আসার পথে ঢাকা ও ময়মনসিংহ থেকে বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরাপার্সন গাড়িবহরে থেকে সরাসরি সম্প্রচারকালে তাদের সঙ্গে অসদাচরণ, গালমন্দ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এনিয়ে সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।
এসএন