অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মোহনগঞ্জ-মদন সড়কের সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, অভিযোগের ভিত্তিতে নায়েব ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আফিস আলী গত ২৫ সেপ্টেম্বর মোহনগঞ্জ-মদন সড়কের পাশের সরকারি গাছের ডালপালা কেটে ফেলে। এলাকাবাসী মৌখিকভাবে অভিযোগ করলে ইউএনও’র নির্দেশে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. সেলিম ইউসুফ সরেজমিনে পরিদর্শন করে সরকারি গাছের ডালপালা কাটার সত্যতা পান।
এরপর অভিযুক্ত আফিস আলীকে সতর্ক করে আসেন ইউএনও। কিন্তু গতরাতে ওই গাছের গোড়া কর্তন শুরু করলে প্রশাসনকে অবহিত করা হয়। পরে রাতেই লোকজনের উপস্থিতি বুঝতে পেরে গাছ কাটা থেকে বিরত থাকেন তিনি।
এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে নিষেধ করা গাছের গোড়া কর্তনের সত্যতা পান সমাজ সহিলদেও ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মোঃ সেলিম ইউসুফ। পরে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমতি ছাড়া সরকারি গাছ কাটা আইনগত অপরাধ। প্রতিবেদন পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ