‘বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হবে’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে সামাজিক সম্প্রীতি রক্ষার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনা পাবলিক হলে আয়োজিত নেত্রকোনা জেলা সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজের প্রতিটি মানুষ যেন একে অন্যের সঙ্গে সামাজিক বন্ধন বজায় রেখে দিনাদিপাত করতে পারে সে লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে নেত্রকোনা জেলা প্রশাসন। সমাবেশে রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিত, মাদ্রাসা শিক্ষক, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের প্রধানসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। সমাজে একে অপরের প্রতি সম্প্রীতি যথেষ্ট বজায় রয়েছে। কোনো অপশক্তি যেন উসকানিমূলক কর্মকাণ্ড ও অস্থিরতা তৈরি করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার রয়েছে। মুসলিম-হিন্দু, ধনী-গরিব সবার পরিচয় আমরা মানুষ। তাই একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে হবে।
তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সবাই মিলেমিশে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের বৈষম্য না রেখে সমাজের অসহায়দের পাশে দাঁড়াতে হবে। তবেই জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হবে।
এসজি