নেত্রকোনায় বেইলি সেতুতে ট্রাক আটকে সীমান্তে যোগাযোগ বন্ধ
নেত্রকোনা-কলমাকান্দা সড়কের রূপগঞ্জ (বাউশী) বাজারসংলগ্ন কংস নদীর উপর কাঠভর্তি একটি ট্রাক উঠলে বেইলি সেতুর পাটাতন সরে যায়। এতে আটকে যায় ট্রাকটি। বন্ধ হয়ে যায় ঠাকুরাকোনা থেকে সীমান্তবর্তী কলমাকান্দায় সরাসরি যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল। পাশের গার্ডার সেতুর বাকি থাকা অ্যাপ্রোচের কাজ দ্রুত চলছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা।
রূপগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, এ সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যোগাযোগের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই ভারী যানবাহন চলাচল করত। মঙ্গলবার বিকেলে কাঠভর্তি একটি ট্রাক পার হতে গিয়ে সেতুর মাঝখানে পাটাতন সরে যায়। এতে করে সেতুর উপর ট্রাকটি আটকে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তি রয়েছে সাধারণ মানুষ। দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ বলেন, রূপগঞ্জ বাজার সংলগ্ন কংস নদীর উপর বিকল হয়ে যাওয়া বেইলি সেতুর পাশে গার্ডার অ্যাপ্রোচের কাজ দ্রুত চলছে। আশাকরি অচিরেই যানবাহন চলাচলের উপযোগী করা হবে।
এসএন