১ বছর ধরে অন্ধকার রুমে শিকলেবন্দি কায়েস
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে কায়েস( ৩০) নামের এক যুবককে প্রায় ১ বছর ধরে তার পরিবার শিকল দিয়ে তাকে বেঁধে রেখেছে। একটি রুমের ভিতরে থাকছেন। রোদের আলো-বাতাস থেকে বঞ্চিত হচ্ছেন ওই যুবক।
মানসিক ভারসাম্যহীন কয়েস উপজেলা নায়কপুর ইউনিয়নের পাঁচ আলমশ্রী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
মানসিক ভারসাম্যহীন কয়েসের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভাই আমাকে শিকলবন্দি থেকে মুক্ত করে দিন। শিকলবন্দি জীবন আমার আর ভালো লাগে না। আমি আর পাগলামি করব না, আমাকে মুক্ত করে দিন।
এ প্রসঙ্গে কয়েসের বাবা ছিদ্দিক মিয়া বলেন, ছেলেকে ২ বার চিকিৎসা করিয়েছি। আমার আর চিকিৎসা করার মতো কোন উপায় ও সাধ্য নাই।
তিনি আরও বলেন, ২০ হাজার টাকা ঋণও করছি। ইচ্ছা থাকার পরেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। মানসিক ভারসাম্যহীন হওয়ায় সে বাড়ি ছেড়ে এদিক-সেদিকে চলে যায়। এ জন্যই পায়ে শিকল দিয়ে বেঁধে রাখেছি।
এ ব্যাপারে নায়কপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিস উদ্দিন বলেন, শিকলবন্দি কয়েসের বিষয়টি আমি নিজে গিয়ে দেখে এসে ইউএনও মহোদয় স্যারকে জানিয়েছি। চিকিৎসার জন্য প্রয়োজনে আর্থিক সহায়তা করবে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান আজাদ বলেন, ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়ে দেখে এসেছে। দুই-এক দিনের ভিতরে আমি নিজেও যাব। সেই সঙ্গে চিকিৎসার বিষয়ে আশ্বাসও দেন তিনি।
এসআইএইচ