ব্যাংকের মাঠ সহকারীর ৫০ লক্ষ টাকা প্রতারণা
নেত্রকোনার মদন উপজেলার একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী কর্মী মোর্শেদুল আমিন মাসুদের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করায় (১২ সেপ্টেম্বর) সোমবার উপজেলা কাইটাইল ইউনিয়নের যুবলীগ সভাপতি, জয়পাশ গ্রামের একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির সদস্য, বেলায়েত হোসেন (বেলাল), পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান শাখাথ্যসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তার বিরুদ্ধে।
আমার বাড়ি আমার খামার পল্লী সঞ্চয়ী ব্যাংক মদন উপজেলা শাখার তিয়শ্রী ইউনিয়নের ১৫ টি সমিতির দায়িত্ব প্রাপ্ত ছিলেন, মোর্শেদুল আমিন মাসুদ। গত ২১ আগস্ট বিভিন্ন প্রলোভন দিয়ে বেলায়েত হোসেন, বেলালের কাছ থেকে নগদ ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত মোর্শেদুল আমিন মাসুদ।
সরজমিনে গেলে ২ নং চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামের আমার বাড়ি ,আমার খামার ,পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির সভাপতি ফেরদৌস মিয়া জানান, তার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নগদ ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত। এরকম একাধিক সূত্রে গোলাপ মিয়া, দ্বীন ইসলাম, সোহেল মিয়া তারা জানায়, তাদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত মোর্শেদুল আমিন মাসুদ।
এ বিষয়ে আমার বাড়ি, আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক মদন উপজেলা শাখার মাঠ সহকারী কর্মী মোর্শেদুল আমিন মাসুদের সাথে যোগাযোগ করতে চাইলে, তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সবুজ মিয়া তিনি বলেন, বিষয়টি আমি অবগত হওয়ার পর, ইউএনও মহোদয় স্যারকে জানিয়েছি। স্যারের নির্দেশে, তাৎক্ষণিকভাবে তাকে শোকজ করা হয়েছে। তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান আজাদ তিনি বলেন, তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি, তাকে শোকজ করার নির্দেশ দিয়েছি। যদি অভিযোগ তদন্তে সততা প্রমাণিত হয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএজেড