প্রসূতি মায়ের জীবন বাঁচালেন উপজেলা চেয়ারম্যান
নেত্রকোনার বারহাট্টায় উপজেলা চেয়ারম্যান এর সহযোগিতায় অসহায় প্রসূতি মা এক পুত্র সন্তান জন্ম দেন। প্রসূতি মা হালিমা বেগম মোহনগঞ্জ উপজেলার কামালপুর শ্যামপুর গ্রামের মোঃ সাব্বির মিয়ার স্ত্রী।
বারহাট্টা গোপালপুর পশ্চিম বাজারে ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এক অসহায় প্রসূতি মা প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। স্থানীয় কিছু মহিলা প্রসূতি মাকে রাস্তার পাশে খোলা জায়গায় কাপড় দিয়ে ঘেরাও করে প্রসবের চেষ্টা চালাচ্ছিল।
এ সময় বারহাট্টা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাঈনুল হক কাশেম গাড়ি করে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে প্রসূতির দুর্দশা তার চোখে পড়ে। তিনি তখন গাড়ি থামিয়ে তাদের সহায়তা করতে এগিয়ে যান। তৎক্ষনাৎ তিনি বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করে, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে ডাক্তারসহ এ্যাম্বুলেন্স পাঠান।
উল্লেখ্য যে, ডাক্তারসহ এ্যাম্বুলেন্স আসার আগেই স্থানীয় মহিলাদের সহযোগিতায় প্রসূতি মা এক পুত্র সন্তান জন্ম দেন। প্রসব পরবর্তী সময়ে প্রচুর রক্তপাত হওয়ায় প্রসূতি মা জ্ঞান হারিয়ে ফেলেন। সময়মতো হাসপাতালে পাঠিয়ে দ্রুত চিকিৎসা দেওয়ায় মা ও সন্তান ভাল আছেন। বর্তমানে মা ও সন্তান বারহাট্টা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শিশুর মা হালিমা বেগম জানান, উপজেলা চেয়ারম্যান সহযোগিতা না করলে তার নবজাতককে বাঁচানো অসম্ভব ছিল। এ সময় এ্যাম্বুলেন্স না পেলে হাসপাতালে যাওয়া সম্ভব হতো না। মা ও সন্তান দুই জনের রাস্তায় পড়ে মূত্যু হতো।
উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম বলেছেন, আমি পথ চলতে গিয়ে ঘটনাক্রমে প্রসূতি মাকে পড়ে থাকতে দেখি। মায়ের কান্না শুনে আমি সহ্য করতে পারিনি। দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।এটা আমার দায়িত্ব। এজন্য আমি খুব খুশি হয়েছি।
এএজেড