নেত্রকোনায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু
নেত্রকোনার ৪ উপজেলায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে তিনজন ও এক উপজেলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
শনিবার দুপুরে জেলার আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
হাওরের পানিতে ডুবে আটপাড়া উপজেলার দিলোয়ার হোসেন দিলু (৩২), মোহনগঞ্জ উপজেলার রাসেল মিয়া (২৫) ও মদন উপজেলার রফিকুল ইসলাম (৩৬) মারা গেছেন। অন্যদিকে পানিতে ডুবে পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাশাউড়া গ্রামের শফিকুল ইসলাম ফয়সালের ছেলে গালিব আয়ান ও একই উপজেলার খলিশাউড় ইউনিয়নের চকপাড়া গ্রামের নুরুল হকের ছেলে আরমানের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামের পাশের গণেশের হাওরের মাছ ধরতে গিয়ে প্রবল বাতাসের তোড়ে নৌকা থেকে পানিতে ডুবে দিলু মারা যান। একই সময়ে মদন উপজেলার মান্দারকাটা হাওরে মাছ ধরতে গিয়ে দমকা হাওয়ার কবলে পড়ে জেলে রফিকুল নিখোঁজ হয়। পরে আজ শনিবার ভোরে হাওর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে মোহনগঞ্জ উপজেলার দরুন বানিহারী গ্রামের বজলু মিয়ার ছেলে রাসেল স্থানীয় ডিঙ্গাপোতা হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন। পরে শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জেলায় শুক্রবার রাত ১০টার দিকে প্রবল বাতাস বয়ে যায়। এসময় মোহনগঞ্জ, আটপাড়া, মদন উপজেলার হাওরের মাছ ধরতে গিয়ে তিনজনের মৃত্যু হয়। পূর্বধলা উপজেলায় পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে আরমান ও গালিব আয়ান মারা গেছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
এসজি