ঈশ্বরগঞ্জের নতুন ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ
ছাত্রলীগের নেতা হওয়ার সর্বোচ্চ সীমা ছিল ২৭ বছর। কয়েক বছর আগে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাড়িয়ে নতুন করে বয়সসীমা নির্ধারণ করেন ২৮ বছর। সে হিসেবে ছাত্রলীগ নেতা হওয়ার মানদণ্ড ধরা হয় ২৮ বছর। গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর ২০২২) ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়েও বিতর্কের জন্ম দিয়েছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতাদের অভিযোগ, সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদের ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বয়স নেই। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বর্তমান বয়স ৩১ বছর ৩ মাস ১৮ দিন।
জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত ৩১ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি করা হয় মো: হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক করা হয় রানা আহমেদ কে।
নব গঠিত কমিটির সভাপতির বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে রাজনীতি না করার অভিযোগ করা হয়েছে। জানা যায় ,নব গঠিত ইশ্বরগঞ্জ উপজেলা কমিটির সভাপতির প্রদান পৃষ্ঠপোষক উপজেলা বিএনপির সভাপতি। এ নিয়ে উপজেলার রাজনীতিতে সমালোচনার ঝড় উঠেছে।
এ ছাড়াও ৩১ সদস্যের কমিটির মধ্যে মাদক ব্যবসায়ী ,বিবাহিতদের কমিটিতে রাখার অভিযোগ তুলছে স্থানীয় নেতাকর্মীরা। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।ক্ষুদে বার্তা পাটালেও পরবর্তীতে তিনি প্রতিউত্তর দেয়নি। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া যায় নাস্বার।
এরই মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে অধিকতর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি কে আগামী ৭ কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
এএজেড