গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, আটক ১
জামালপুরের বকশীগঞ্জে মাহমুদা বেগম নামে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে ওই গৃহবধূর ভাসুর আজাদের স্ত্রী শিলা বেগমকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মালিরচর জিগাতলা গ্রামের মৃত দিন্দার আলীর ছেলে আসাদুল হকের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাংগা গ্রামের মাহাজন মিয়ার মেয়ে মাহমুদা বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর আসাদুল স্ত্রী মাহমুদাকে রেখে বিদেশ (ব্রুনাই) চলে যান। গত দুই মাস আগে দেশে ফিরে আসেন আসাদুল। ৪-৫ দিন আগে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে আসেন তিনি। এদিকে সোমবার দুপুরে ৩ বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন ওই গৃহবধূ। এসময় তাকে বাড়িতে ঢুকতে বাধা দেয় আসাদুলের স্বজনরা।
কেন বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না জানতে চাইলে আসাদুলের লোকজন জানায়, তাকে আসাদুল তালাক দিয়েছে। তাই তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এসময় স্বামীর ঘরে প্রবেশের চেষ্টা করলে স্বামী আসাদুল হক, তার বড় ভাই এরশাদ আলী, ভাতিজা সায়ুম আলী, ভাসুরের স্ত্রী শিলা বেগম ও জাহিদা বেগম তাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য শিলা বেগমকে আটক করে।
গৃহবধূ মাহমুদা বেগম বলেন, ৪-৫ দিন আগে আমার স্বামী আসাদুল হক নিজে আমাকে বেড়ানোর জন্য বাবার বাড়ি রেখে আসে। আজ বাড়িতে আসছি। বলতেছে আমাকে তালাক দিয়েছে। আমি এসবের কিছুই জানি না। প্রতিবাদ করায় তারা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে।
ওই গৃহবধূর মা মনোয়ারা বেগম বলেন, তারা বলছে আমার মেয়েকে নাকি ১২ দিন আগে তার স্বামী তালাক দিয়েছে। তাহলে তালাক দেওয়ার পরেও কিছু না জানিয়ে সংসার কেমনে করল। আজ গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করল। আমি এই ঘটনার বিচার চাই।
আসাদুল হকের বড় ভাই বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবীর আলমাছ বলেন, বিভিন্ন কার্যকলাপের জন্য গত ২৩ আগস্ট স্ত্রীকে তালাক দিয়েছে আসাদুল। তালাকের কাগজ গ্রহণ না করে বাড়িতে এসে আত্মহত্যার হুমকি দেয় মাহমুদা। তাই হয়তো বাড়ির লোকজন তাকে আটকে রেখেছিল। নির্যাতনের অভিযোগ সঠিক নয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় শিলা বেগম নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসজি