নেত্রকোনায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: যুবদলের সহসভাপতি গ্রেপ্তার
নেত্রকোনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় প্রধান আসামি জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের নাওজোর চৌরাস্তা এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে নেত্রকোনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধা, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপের ঘটনায় পুলিশসহ বিএনপির ৩২ নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার আল মামুন বাদী হয়ে ওইদিন রাতে মামলা করেন।
মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খানের ছেলে জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ্ আল মামুন খান রনিকে প্রধান আসামি করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতাকর্মীকে আসামি করা হয়।
এ ঘটনায় এর আগে বিএনপির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসজি