বিএনপি-পুলিশ সংঘর্ষের দুই মামলায় আসামি ৭৯২
জেলায় নেত্রকোনা পৌরশহর ও মদন উপজেলায় পুলিশের উপর আক্রমণ ও আহতের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দুই থানায় দুটি মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা মডেল থানা ও মদন থানায় দুই মামলায় ৭৯২ বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নেত্রকোনা মডেল থানায় ৫৩৩ জনকে আর মদন থানায় মামলায় আসামি করা হয়েছে ২৫৯জনকে। বিভিন্ন স্থানে বিএনপির ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার এসআই খন্দকার আল মামুন ও মদন থানার এসআই দেবাশীষ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে এ মামলা দুটো করেন। মামলা দায়েরের সতর্কতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আইন উপেক্ষা করে পুলিশের ওপর আক্রমণ, সরকারি কাজে বাঁধা দানের অভিযোগে গত বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনি খানকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ।
মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। পরে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, 'পুলিশ আহতের ঘটনায় দায়ের মামলায় মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলমকে প্রধান আসামি করে থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২৩০ জনকে আসামি করা হয়েছে।এই মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা'।
গেল বৃহস্পতিবার জেলা শহরের ছোটবাজার এলাকায় জেলা বিএনপির কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় শহরের প্রধান সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালায়। তখন বিএনপি কর্মীদের রাস্তায় অবস্থান ঠেকাতে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ৩২ জন আহত হন।
অন্যদিকে গত বুধবার মদনের শাহপুর ইদগাহ মাঠে বিএনপি কর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় তিন পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হন।
এএজেড