বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন আটক
ছবি : ঢাকাপ্রকাশ
যশোরের বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে আদালতের বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।
পুলিশ জানায়, আটককৃতরা বিভিন্ন মামলায় পলাতক ছিলেন। তাদের মধ্যে রয়েছেন বড়আচড়ার আনারুল ইসলামের ছেলে সাগর হোসেন, আলতাফ গাজির ছেলে আল আমিন, সাদিপুরের আব্দুর রহমানের ছেলে কলিম হোসেন, ভবারবেড়ের আলতাফ হোসেনের ছেলে আল আমিন, গাজিপুরের ইলিয়াছ খার ছেলে এরশাদ আলী, কাগজপুকুরের গোলাম হোসেনের ছেলে ইমরান হোসেন রনি, ভবেরবেড়ের হাবিবুর রহমানের ছেলে আল আমিন, মুনসুর আলীর ছেলে সাঈদ আলী, কাগমারীর মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা, নারানপুরের শাহিন সরদারের ছেলে সেলিম সরদার, বড়আচড়ার ইউনুস আলীর ছেলে মশিয়ার রহমান মশি, ভবেরবেড়ের ইউসুফ হাওলাদারের ছেলে কামাল হোসেন, সাদিপুরের পাঞ্জাব আলীর ছেলে মুক্তার আলী এবং কাগজপুকুরের আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান।
ওসি রাসেল মিয়া জানান, অভিযানের সময় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর ছিল। অভিযান শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই বিশেষ অভিযানের ফলে পলাতক আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এলাকাবাসী এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।