বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ছেঁউড়িয়ায় ৩ দিনের লালন স্মরণোৎসব শুরু, বসেছে সাধুর হাট

ছেঁউড়িয়ায় ৩ দিনের লালন স্মরণোৎসব শুরু। ছবি: সংগৃহীত

বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জানা গেছে, এই উৎসবকে ঘিরে এসপ্তাহখানেক আগে থেকেই দূরদূরান্ত থেকে হাজারো লালন ভক্ত-অনুসারী আসতে শুরু করেছেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়। কালী নদীপাড়ের মাঠে বসে গেছে মেলা। লালন আখড়াবাড়ি যেন হাজারো ভক্ত-অনুসারীর পদচারণে মুখর হয়ে উঠেছে।

আজ সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানমালা চলবে আগামী শনিবার মধ্যরাত পর্যন্ত। গতকাল বুধবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি শারমিন আখতার।

জেলা প্রশাসন সূত্র জানায়, লালন একাডেমি, জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লালন আঁখড়াবাড়িতে আসতে শুরু করেছেন সাধু ভক্ত-অনুসারীরা।

জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি শারমিন আখতার বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আলোচনা সভা শুরু হবে। এরপর গভীর রাত পর্যন্ত মঞ্চে গান পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা।

Header Ad
Header Ad

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫-এ পাকিস্তান, ভারত এবং যুক্তরাষ্ট্রের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন সূচকে ৩.০৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৩৫তম, যা ২০২৪ সালে ছিল ৩২তম। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) মঙ্গলবার এই সূচক প্রকাশ করে। ২০২৪ সালের পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি করা এই সূচকে ১৬৩টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

সূচকের শীর্ষে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো, যার স্কোর ৮.৫। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান (৮.৩) এবং তৃতীয় অবস্থানে আছে সিরিয়া (৮.০)। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ আফগানিস্তান, যা ৭.২ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে রয়েছে। এ ছাড়া প্রথম ১৫ দেশের মধ্যে রয়েছে মিয়ানমার (১১তম, ৬.৯ পয়েন্ট) ও ভারত (১৪তম, ৬.৪ পয়েন্ট)। বাংলাদেশে সন্ত্রাসবাদের ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকায় সূচকে দেশের অবস্থান উন্নতির দিকেই রয়েছে।

বাংলাদেশের ঠিক এক ধাপ ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র (৩.৫ স্কোর নিয়ে ৩৪তম অবস্থানে)। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান, যাদের স্কোর ০। নেপালের অবস্থান ৬৮তম, স্কোর ১.১।

 

জিটিআই ২০২৫-এর প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, এবার বাংলাদেশের অবস্থান ৩৫তম। ছবি: জিটিআই

জিটিআই সূচকের সর্বোচ্চ স্কোর ১০, যেখানে ০ স্কোর মানে কোনো সন্ত্রাসবাদী প্রভাব নেই। স্কোর ২-এর মধ্যে হলে সন্ত্রাসবাদের প্রভাব ‘বেশ কম’, ২ থেকে ৪-এর মধ্যে হলে ‘কম’, ৪ থেকে ৬-এর মধ্যে হলে ‘মধ্যম’, ৬ থেকে ৮-এর মধ্যে হলে ‘বেশি’ এবং ৮ থেকে ১০-এর মধ্যে হলে ‘খুব বেশি’ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশ ৩.০৩ স্কোর নিয়ে ‘কম’ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে।

২০২৪ সালে চারটি ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য চারটি গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। এই গোষ্ঠীগুলো হলো— ইসলামিক স্টেট (আইএস), জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), আল-শাবাব

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদজনিত সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকার সাহেল অঞ্চল। বিশ্বে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি মানুষ এই অঞ্চলে মারা গেছে। এছাড়া ২০২৪ সালে বিশ্বে সংঘটিত সন্ত্রাসী হামলার ১৯ শতাংশই সাহেল অঞ্চলে ঘটেছে। বিশ্বের সবচেয়ে বেশি সন্ত্রাসবাদজনিত সহিংসতার শিকার শীর্ষ ১০ দেশের মধ্যে ৫টি দেশ সাহেল অঞ্চলের।

 

Header Ad
Header Ad

ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো ছাত্র-জনতা কোথাও কোনো অভিযান চালাতে পারবে না, এটা একমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ার বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বৃহস্পতিবার বিকেল বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ের সঙ্গে দ্বিমত প্রকাশ করছি না। তবে যেসব স্থানে মবজাস্টিস হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনছে। কোথাও কোথাও পুলিশের ওপরেও হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ছেলে-মেয়ে খারাপ হয়ে যায়, তাদের বাবা-মা এবং অভিভাবকেরা শাসন করে। এসব উচ্ছৃঙ্খল জনতা ভবিষ্যতে যাতে এই ধরনের অপকর্ম না করতে পারে, সে ব্যাপারে বাবা-মায়ের ভূমিকা পালন করতে হবে।

দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনা ঘটছে, এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই একটি স্থানে এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলের সড়কে এই ধরনের ঘটনা বেশি হচ্ছে। এ ছাড়া টাঙ্গাইলেও একটু বেশি ঘটছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে।

ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি-ছিনতাই হয়, এ ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার ঈদে যাতে কোথাও চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা না ঘটে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনের আওতা আনা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে টুরিস্টের যেসব স্থান রয়েছে সে অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম। তাদের বাসস্থানের সংকট, তাদের পরিবহনেরও সংকট রয়েছে। এসব বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। টুরিস্ট পুলিশের নিজস্ব ভবন দরকার। টুরিস্ট পুলিশকে শক্তিশালী করা গেলে বিদেশের অনেক টুরিস্ট বাংলাদেশে আসবে। তখন অর্থনীতির চাকা সচল হবে।

এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশ টুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাইনূল হাসান, অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসাইন, মো. ইকবাল ও বাধিন ত্রিপুরাসহ টুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Header Ad
Header Ad

ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মুসলমানের জন্য রমজান আত্মশুদ্ধির মাস। এই সময় সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করে থাকেন মুসলিমরা। ব্যতিক্রম নন মুসলিম ক্রীড়াবিদরাও, যারা রোজা রেখেই মাঠে নামেন। যদিও দীর্ঘ সময় না খেয়ে ও পানীয় গ্রহণ না করে খেলাধুলায় অংশ নেওয়া সহজ নয়, তবু ধর্মীয় বিশ্বাসের কারণে অনেক খেলোয়াড় রোজা রেখেই খেলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, বুন্দেসলিগা ও লা লিগার মতো শীর্ষস্থানীয় লিগগুলোতে মুসলিম খেলোয়াড়দের জন্য ইফতারের সময় ৯০ সেকেন্ডের বিরতি দেওয়া হয়। তবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এবার সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে মুসলিম খেলোয়াড়দের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

চলতি মাসে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ফ্রান্স। দলটিতে উসমান ডেম্বেলে, এন'গোলো কান্তে, এলিয়াস গুয়েন্ডোজি, ইব্রাহিমা কোনাটে ও ফেরল্যান্ড মেন্ডির মতো পাঁচজন মুসলিম খেলোয়াড় রয়েছেন। ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে কোয়ার্টার ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত কেউ রোজা রাখতে পারবেন না।

ফরাসি ফুটবল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বৈষম্যমূলক বলে মনে করছেন অনেকেই। কারণ এর আগেও মুসলিম খেলোয়াড়দের প্রতি এমন আচরণ দেখা গেছে। গত বছর ফ্রান্সে ইফতারের সময় রেফারিদের খেলা বন্ধ না করতে নির্দেশ দেওয়া হয়, যাতে রোজা রাখা খেলোয়াড়রা ইফতার করতে না পারেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে পিএসজি সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বিশাল ব্যানারে লিখেছিলেন— "একটি খেজুর, এক গ্লাস পানি, এফএফএফের দুঃস্বপ্ন।"

এছাড়া, মুসলিম খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে গত বছর ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের মিডফিল্ডার মাহামাদু দিয়াওয়ারা ফুটবল ছেড়ে দেন। তিনি বলেন, "তারা (ফ্রান্স) ইসলাম ধর্মকে সম্মান করে না।"

তবে এফএফএফ সভাপতি ফিলিপ ডায়ালো এ নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, "কারো প্রতি কোনো বৈষম্য নেই। কিন্তু যখন আমরা ফরাসি দলে থাকি, তখন আমাদের অবশ্যই দলের কাঠামোকে সম্মান করতে হবে।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের চেয়েও ভালো উন্নতি বাংলাদেশের
ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আবরার ফাহাদসহ ৯ বিশিষ্ট ব্যক্তি
রাবিতে সভাপতি নিয়োগ নিয়ে দুই পক্ষের ধস্তাধস্তি
মিরপুরে মুশফিককে ‘গার্ড অব অনার’ দিল মোহামেডান স্পোর্টিং ক্লাব
‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে পরীমণি, আলোচনায় শেখ সাদী
আতিউর, বারাকাতসহ ২৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
কিশোরগঞ্জ বার নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়জয়কার
এনআইডি নির্বাচন কমিশনেই রাখা হোক: সিইসি
কুবি শাখা ছাত্রদলের উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে সেহরি বিতরণ
পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, কর্মচারী মোস্তফার জামিন
পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে মানুষের আক্রমণের শিকার হচ্ছে: আইজিপি
২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় জামিন পেলেন লুৎফুজ্জামান বাবর
লন্ডনে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা!
ভাষানটেকে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাষ্ট্র নাকি ব্যবসায়ী কার শক্তি বেশি দেখতে চান চট্টগ্রামের ডিসি
আ.লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: ড. ইউনূস
জাবিতে ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের’ পরিচয়ধারী এক ভুয়া শিক্ষার্থী আটক
ভারতের পরবর্তী টার্গেট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর