সাবেক ইউপি সদস্যের ইটের পাঁজা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের টগরা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাঁজা তৈরি করে পোড়ানো হচ্ছিল ইট। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে অবৈধ ইটের পাঁজা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাঁজার মালিক ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নাসির হাওলাদার।
সোমবার (৮ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল কুদ্দুস অভিযান চালিয়ে পাঁজাটি গুঁড়িয়ে দেন।
তিনি জানান, ধানসাগর ইউনিয়নের টগরা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পাঁজা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে পাঁজাটি ভেঙে ফেলা হয়। পাজাটিতে প্রায় ৩৫ হাজার ইট রয়েছে।
তিনি আরও জানান, পাঁজার ইটগুলো জব্দ করে ধানসাগর ইউনিয়নের ইউপি সদস্য তপু বিশ্বাসের জিম্মায় রাখা হয়েছে। পাঁজা মালিক নাসির হাওলাদার ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি ইট পোড়ানো শেষ করে বিক্রির অপেক্ষায় ছিলেন।
ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, এসিল্যান্ড অভিযান চালিয়ে পাঁজা ভেঙে ইট তার জিম্মায় রেখে গেছেন। জিম্মায় থাকা ইট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এসজি
