খুলনায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী খালেকের মনোনয়ন সংগ্রহ

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক।
মঙ্গলবার (২ মে) দুপুরে খুলনা নূরনগর নির্বাচন অফিস কার্যালয়ে কেসিসি নির্বাচন রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিনের কাছ থেকে আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
এর আগে সোমবার (১ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এবং রবিবার (৩০ এপ্রিল) মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন আব্দুল গফ্ফার বিশ্বাস। তার পক্ষে মনোনয়নপত্র নিয়েছেন মোল্লা শওকত হোসেন বাবুল। প্রার্থীর রাজনৈতিক দলের ছকে জাতীয় পার্টি উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন এস এম শফিকুর রহমান। তিনি ২০১৮ সালে জাতীয় পার্টির মনোনীত মেয়রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে এ পর্যন্ত কেসিসি নির্বাচনে মেয়র পদে ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে কেসিসি নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করা যাবে আগামী ১৬ মে পর্যন্ত।
এসজি
