সাতক্ষীরা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সাতক্ষীরা কারাগারে রবীন্দ্রনাথ দে (৬৫) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত পরেশ নাথের ছেলে।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে কয়েদি রবীন্দ্রনাথ দে তলপেটে ব্যথা অনুভব করেন। কারা হাসপাতালে চিকিৎসা দিলে অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
তিনি আরও বলেন, দুটি মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন রবীন্দ্রনাথ। ২০২২ সালের ২ নভেম্বর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।
এসজি
