সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরায় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার তিন উপজেলার কয়েকটি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকালে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, বাউকোলা, তালা উপজেলার ইসলামকাটি, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া, পাইকগাছা ও খলিল নগর এলাকার মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন।
এদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরার ঘোনা ইউনিয়নের ভাড়ুখালি এলাকায় প্রায় অর্ধশতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
এদিন মুসল্লিরা বলেন, ১৯৮৬ সালে জর্ডানের আম্মান শহরে ওআইসির সম্মেলনে সমগ্র মুসলিম জাতিকে নিয়ে যে রেজুলেশন হয়েছিল তাতে বাংলাদেশ স্বাক্ষর করলেও তা আজও বাস্তবায়িত হয়নি। ঈদ ও রোজা একই সময়ে হবার কথা অথচ তা আলাদাভাবে পালিত হচ্ছে।
ভেদাভেদ ভুলে মুসলমান জাতিকে একত্রিত হবার আহ্বান জানিয়েছেন মুসল্লিরা।
ঈদের নামাজ শেষে হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করছি। আমাদের পূর্বপুরুষরাও একই নিয়ম মেনে রোজা রেখেছে এবং ঈদ উদযাপন করেছে। প্রথম দিকে মুসুল্লির সংখ্যা কম থাকলেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এসজি
