ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ খান। তিনি জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের যৌথ মতামতের পর বিষয়টি নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে বুধবার ১৯ এপ্রিল থেকে আগামী ২৪ এপ্রিল সোমবার পর্যন্ত ৬ দিন উভয় দেশের বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিল মঙ্গলবার থেকে আবারও যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এসআইএইচ
