কেসিসি নির্বাচনে নৌকার প্রার্থী তালুকদার আবদুল খালেক
আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তালুকদার আবদুল খালেক। শনিবার (১৫ এপ্রিল) দলীয় প্রার্থিতা সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে তাকে আবারও মনোনয়ন দেওয়া হয়েছে। এটা নিয়ে পরপর ৪ বার তিনি আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেলেন।
তালুকদার আবদুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র। এর আগে ২০০৭ সালে আওয়ামী লীগ থেকে তাকে প্রথম মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। ওই সময় তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। তবে ২০১৩ সালের নির্বাচনে জিততে পারেননি তিনি। বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে হেরে যান। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে আবার হারানো পদ ফিরে পান তিনি। এবারও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন তিনি।
খুলনা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন তালুকদার আবদুল খালেকসহ আরও তিনজন। দলীয় প্রার্থী হতে চেয়েছিলেন মহানগরের যুগ্ম সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা আইনজীবী সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম এবং মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য রুনু রেজা (রুনু ইকবাল বিথার)।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘তালুকদার আবদুল খালেকের হাত ধরে খুলনার ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ ছাড়াও তিনি আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী নেতা। তাই তাকেই বারবার দলীয় মনোনয়ন দেওয়া হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, ‘আমাদের রাজনৈতিক অভিভাবক বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন গত এক বছর ধরে জানিয়ে আস্ছেন তালুকদার আব্দুল খালেক খুলনার মেয়র প্রার্থী হবেন। তিনি ইতিমধ্যে বিভিন্ন সভায় ঘোষণা দিয়েছেন মেয়র প্রার্থীর নাম। এটা নিয়ে আমাদের আগে থেকেই প্রস্তুতি রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু তালুকদার আবদুল খালেককে মনোনয়ন দেওয়া হয়েছে সকলে তার পক্ষ হয়ে মাঠে কাজ করবে।’
এ ব্যাপারে তালুকদার আব্দুল খালেক বলেন, দলীয় প্রার্থী হিসেবে আমাকে কেন্দ্রীয় কমিটির বৈঠক থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দল যে সিদ্ধান্ত নিবে সেই অনুযায়ী আমি খুলনার মানুষের উন্নয়নের জন্য আমার শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো।
এসআইএইচ