সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বড় ভাই জেলে, ছোট ভাই নিখোঁজ
সাগর নাথ (২৫) ও হিলটন নাথ (১৮) আপন দুই ভাই। অবৈধভাবে মাছ শিকারের দায়ে বড় ভাই সাগর নাথ বন রক্ষীদের হাতে আটক হয়। এ সময় তার আপন ছোট ভাই হিলটন নাথ বনরক্ষীদের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেয়। এর পর থেকে তিনি নিখোঁজ। তার সন্ধানে পশুর নদী ও সুন্দরবনের আশপাশে খুজেঁ বেড়াচ্ছেন পরিবারসহ এলাকাবাসী।
নিখোঁজ হিলটন নাথ মোংলা উপজেলার চিলা গ্রামের মিঠু নাথের ছেলে। হিলটনের বাবা মিঠু নাথ বলেন, আমার দুইটা ছেলে বড় ছেলেটা মাছ ধরতে গিয়ে জেলে আছে, আর ছোট ছেলেটা নিখোঁজ রয়েছে। জানি না সে বেচেঁ আছে নাকি মরে গেছে। শনিবার (৮ এপ্রিল)থেকে আজ পর্যন্ত গ্রামবাসী অনেক খোঁজ করেও আমার ছেলেকে খুজেঁ পায়নি। আপনারা আমার বুকের ধনকে খুজে পেতে আমাকে সহায়তা করুন। জীবিত না পারলেও মৃত লাশটা অন্তত এনে দেন।
হিলটন নাথের চাচা স্বপন নাথ জানান, হিলটন মোংলা ইপিজেডের কর্মরত একজন শ্রমিক। শুক্রবার (৭ এপ্রিল)রাতে তার বড় ভাইসহ আরো দুইজন সুন্দরবনের খালে মাছ ধরতে রওনা হলে তাদের সাথে মাছ ধরতে যায় হিলটন। সকাল বেলা আমরা জানতে পারি সুন্দরবনে মাছ ধরার দায়ে সাগর নাথসহ বাকি দুইজনকে বনরক্ষীরা আটক করে নিয়ে গেছে। এ সময় হিলটন নদীতে ঝাপ দেয়ায় ৮ এপ্রিল থেকে আমরা পরিবারের লোকজনসহ এলাকাবাসী হিলটনকে নদী এবং জঙ্গলে অনেক খোঁজাখুজি করেও এখনো তার কোনো সন্ধান পাইনি। এখন পর্যন্ত সে মরে গেছে নাকি বেচেঁ আছে তাও বলতে পারছি না।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হাসান জানান, অবৈধভাবে সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ শিকারকালে বনরক্ষীদের হাতে অসিম শেখ, জাকির শেখ ও সাগর নাথ নামে তিনজনকে নৌকাসহ আটক করা হয়। এ সময় আর কাউকে নৌকায় পাওয়া যায়নি। নিখোজ ব্যক্তি সম্পর্কে তাদের পরিবার থেকে কেউ কিছু জানায়নি।
এ ব্যাপারে করমজল বন্যপ্রানি প্রজনন কেন্দ্রের ওসি হাওলাদার আজাদ কবির জানান, সোমবার (১০ এপ্রিল) চিলা এলাকার কিছু লোক এসে জানায় মাছ ধরার সময় হিলটন নামে একজন লোক নিখোঁজ রয়েছে । তার সন্ধান পেতে সহায়তা চাইলে আমি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
এসআইএইচ