চুয়াডাঙ্গায় সপ্তাহজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গায় সপ্তাহ জুড়ে টানা তাপপ্রবাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ জেলায় বইছে মাঝারি তাপপ্রাবাহ। তীব্র গরমে রোজাদারদের অবস্থাও ওষ্ঠাগত। আবহাওয়া অফিস বলছে, সহজে দেখা মিলছে না বৃষ্টির।
সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুন ঝরা রোদের তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। এ অবস্থা বিরাজ করছে সূর্য একেবারে পাটে পড়ার আগ পর্যন্ত।
চলমান তাপপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও কৃষকেরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছেন না কৃষক ও দিনমজুর। আর রিকশাভ্যান চালকরা রাস্তায় রোদে পুড়ছে।
বাইসাইকেলে করে গ্রামে গ্রামে থান কাপড় বেচে বেড়ান বৃদ্ধ দবির আলী দুপুরের রোদে শরীর আর চলছে না তার। তাই সাইকেল পাশে রেখেই ঘুমিয়ে পড়েছেন আরেক দোকানদারের চৌকিতে।
ধানচাষি রাসেল বলেন, বোরোর ভরা মৌসুমে তীব্র খরা। প্রতিদিন ধানে সেচ দিতে হচ্ছে। বৃষ্টি নেই। সেচ না দিলে ফলন হবে না। ডিজেলের দাম বেশি। খুব বিপদে আছি।’
ভ্যান চালক বাদশা বলেন, ‘সকালে একটু ভাড়া হচ্ছে। এরপর রোদ উঠলে আর ভাড়া মারা যাচ্ছে না। বসে থাকছি।’
দিনমজুর পিন্টু মিয়া বলেন, রোদে মাঠে দাঁড়ানো যাচ্ছে না। একটু কাজ করছি আবার গাছের নিচে এসে জিরিয়ে নিচ্ছি।’
জেলায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে ৩৬ থেকে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। আজ রবিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৯ শতাংশ। এরপর বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ১৫ শতাংশ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন, রবিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ ছাড়া গত সাত দিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড হয়েছে। দু’তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা আরও বাড়তে পারে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের রেকর্ড অনুযায়ী, গত শনিবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলয়িাস ছিল। শুক্রবার ৩৮ ডিগ্রি, বৃহ¯পতিবার ৩৭.৫ ডিগ্রি, বুধবার ৩৭ ডিগ্রি, মঙ্গলবার ৩৭ ডিগ্রি, সোমবার ৩৫.৫ ডিগ্রি ও রবিবার ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
এসএন