সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মাগুরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মাগুরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি, জামায়তসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শান্তি সমাবেশে করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার বেলা ১২ টায় শহরের সেগুন বাগিচায় এ শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।

জেলা আওয়াম লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, পংকজ সাহা, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহামান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির করছে। কিন্তু আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকে বিএনপি, জামায়তসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করবে।
এএজেড

Header Ad
Header Ad

৩০০ আসনে প্রার্থী দিবে ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি

নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল হিসেবে রোববার (২ ফেব্রোয়ারি) নিবন্ধন পেয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’। আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন গ্রহণ করেন দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ নিজামুল হক নিবন্ধন গ্রহণ করেন।

পরে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান বলেন, একাত্তরের স্বাধীনতা ও ২০২৪- এর নতুন বাংলাদেশের চেতনাকে সমন্বয় করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে দল।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সংস্কার নির্বাচন দুটোই চায় জানিয়ে দলের চেয়ারম্যান বাস্তবসম্মত সংস্কারের ওপর জোর দেন। তবে মূল সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বলেও মত দেন।

তিনি জানান, ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে প্রয়োজনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটেও যেতে পারে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এর আগে ২০২২ সালের ২৬ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। কিন্তু ১০ এপ্রিল ২০২৩ সালে নির্বাচন কমিশন তাদের আবেদন নামঞ্জুর করে।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৩টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল হয়।

তবে ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং সর্বশেষ গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।

Header Ad
Header Ad

পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  

ছবিঃ সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সোমবার ( দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের মূল ফটকের সামনে বাঁশ ফেলে তারা সড়কটি আটকে দেন।

আন্দোলনরত ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, বিকালে ঢাকা উত্তর সিটি অবরোধ বা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি পালনের প্রস্তুতি চলছে।

তবে বিকালে কোথায় অবরোধ পালন করা হবে তা স্পষ্ট করেননি এ শিক্ষার্থী।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন করে কলেজ শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে 'বিশেষ বিবেচনা করিনি' বলে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার এবং প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কমিশন গঠনে ‘বাধা দেওয়ার’ অভিযোগ তুলে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার দুপুরে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবি, সেটিকে তিনি ‘বিশেষ বিবেচনা’ করেননি।

গেল ২৭ জানুয়ারি রাতে ‘তিতুমীর ঐক্যর তরফে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। দাবি মানা না হলে বৃহস্পতিবার থেকে অবরোধের ঘোষণাও দেওয়া হয় তখন।

এর মধ্যে বুধবার বিকাল থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ লেখা ব্যানার টাঙিয়ে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যর’ সাত দফার মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; ‘বিশ্ববিদ্যালয়’প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা কিংবা শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।

Header Ad
Header Ad

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২

ছবিঃ ঢাকাপ্রকাশ

দিনাজপুরের বিরামপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) রাত আনুঃ ১টার দিকে বিরামপুর - ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

পুলিশ ও স্থানীয় মতিয়ার রহমান ও আজিবর রহমান নামে দুই ব্যক্তি জানান, রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান রেলগেটে হাতল ফেলে না রাখায় এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে গেটম্যান পলাতক রয়েছেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে বিরামপুরের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গেলে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ট্রাকের হেলপারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

নিহতরা হলেন- ট্রাকের চালক মাহবুবুর রহমান(৩১) ও হেলপার আরিফ হোসেন। তাদের উভয়ের বাড়ি পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামে ।

তিনি আরও জানান, স্থানীয় পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরানো হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

৩০০ আসনে প্রার্থী দিবে ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি
পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  
বাংলাদেশের ‌‘গুম জননী’ শেখ হাসিনা: প্রেস সচিব
নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার
হাসিনা বিনের জন্য প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা  
সাবেক বিচারপতি মানিক, সালমানসহ ৬ জন রিমান্ডে
যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু
স্বামীর কিডনি বিক্রির অর্থ নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, ডিভোর্সের হুমকি
আপনাদের জন্য কিছু করলে এ সরকারই করবে: হাসনাত আবদুল্লাহ
কুড়িগ্রামের রাজিবপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার: বাণিজ্য উপদেষ্টা
ঢাকায় স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণ’, রিকশায় করে লাশ ফেলা হয় হাতিরঝিলে
টুঙ্গিপাড়ায় পুলিশ-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৮  
সড়ক ছেড়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, পরবর্তী কর্মসূচি রাত ১১টায়  
যশোর সীমান্তে মালিকবিহীন ২৩ লাখ টাকার মাদকদ্রব্য আটক