সুন্দরবনে বিষযুক্ত ৩ বস্তা শুটকি মাছ জব্দ

বিষযুক্ত ৩ বস্তা শুটকি মাছ জব্দ করেছে বন বিভাগ। গভীর রাতে সুন্দরবনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার সময় শুটকি মাছগুলো জব্দ করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোররাতে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পার্শ্ববর্তী চারাখালি খালে বিষ প্রয়োগ করে চিংড়ি মাছ ধরে সেগুলো শুটকি করে পাচারের সময় অভিযান চালানো হয়। এ সময়ে ৩টি নৌকা, ৪টি টোনাজাল ও ৩ বস্তা শুটকি মাছ জব্দ করা হয়। চিংড়ি মাছের আনুমানিক ওজন ৬০ কেজি।
তিনি আরও জানান, তাদের উপস্থিতি টের পেয়ে আসামিরা নৌকা থেকে লাফ দিয়ে বনের ভিতরে পালিয়ে যায়। অন্ধকার রাতে কোনো আসামি ধরা সম্ভব হয়নি। পরে জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এসআইএইচ
