সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৩
সুন্দরবনে মাছ ধরতে যাওয়ার সময় ৩ জেলেকে আটক করা হয়েছে। সুন্দরবনের ঘাগড়ামারী এলাকা থেকে তাদের আটক করে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে বিষ, নিষিদ্ধ জাল ও গাঁজা জব্দ করা হয়। রবিবার (২ এপ্রিল) তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলেন-বেল্লাল খাঁন (৩২), আজিজ গাজী (২৫) ও ইস্রাফিল গাজী (৩৪)। তাদের বাড়ি খুলনার দাকোপ ও কয়রা উপজেলায়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, ‘আটক জেলেদের কাছ বৈধভাবে সুন্দরবনের ভেতরে মাছ ধরার অনুমতি পত্র ছিল। কিন্তু তারা এই বৈধতার আড়ালে অবৈধভাবে মাছ শিকারের জন্য প্রস্তুত হয়ে বিষ ও নিষিদ্ধ জাল নিয়ে রওনা হন। তবে গোপনে এই খবর পেয়ে শনিবার রাত ১১টার দিকে তাদের ধরে ফেলেন বনরক্ষীরা। পরে তাদের কাছে পাওয়া বন বিভাগ কর্তৃক যে জেলের নামে অনুমতি পত্র ইস্যু করা হয়েছে সেই জেলে মিজানুর রহমানসহ ছয়জনকে আসামি করে বন আইনে মামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, মামলায় আমিন মৃধা, জুয়েল বিশ্বাস, বেল্লাল খাঁন, আজিজ গাজী এবং ইসরাফিল গাজীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে আটক তিন জেলেকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে খুলনা কারাগারে পাঠানো হয়।
এসআইএইচ