নড়াইলে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেপ্তার ৬
নড়াইলে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার বাটিকাবাড়ির মোঃ শহিদুল ইসলাম (৩০), টেংরাখোলার রিজু সরদার (১৮), ধোপাকান্দার সোবহান মোল্যা (৩৮), গোপীনাথপুরের মতিউর রহমান রাসেল (৩৫), উজানিয়ার আরমান মোল্যা (২০) এবং মাগুরা জেলার বাটাজোড় এলাকার নেপাল দাস (৩০)।
প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গত ২৬ জানুয়ারি জেলার লোহাগড়া থানার নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে কম্পিউটার ও ১৬ মার্চ সদর উপজেলার মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীতে জেলার একাধিক প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ, প্রজেক্টর, প্রিন্টার, সাউন্ড বক্স, সিলিং ফ্যানসহ বিভিন্ন মালামাল চুরি হয়।
নড়াইল জেলায় বিভিন্ন স্কুলে একই কায়দায় নির্দিষ্ট মালামাল চুরির বিভিন্ন ঘটনায় প্রকৃত চোরকে গ্রেপ্তার করার লক্ষ্যে একটি সিমের সূত্র ধরে তদন্ত করে অপরাধীদের একে একে গ্রেপ্তার করে পুলিশ। অপরাধীদের দেয়া তথ্য অনুযায়ী ৩৯টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টর, ৩টি প্রিন্টার, ১৬টি মিনি সাউন্ড বক্স, ৭২টি সিলিং ফ্যান, ১টি স্ক্যানার, ২টি কম্পিউটার বক্স, ৩টি কিবোর্ড, ২টি মাউচসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এএজেড