ড্রেন ও খালের ময়লা জনবল ছাড়াই করা যাবে পরিষ্কার

সেন্সরের বিশেষ-সিগন্যালে স্বয়ংক্রিয়ভাবে শহরের ড্রেন ও খালের ময়লা জনবল ছাড়াই পরিষ্কার করতে পারবে। এমন এক যন্ত্র তৈরি করেছেন খুলনার তরুণ ওবাইদুল ইসলাম। যন্ত্রটির নাম দিয়েছেন অটো ড্রেন ক্লিনার। ড্রেন ও খালের ময়লা পরিষ্কার করতে এ যন্ত্রটি ব্যবহার করলে ময়লার বিস্তার ও পঁচা পানির দুর্গন্ধ বন্ধ হবে বলে নিশ্চিত করেছেন তরুণ এ উদ্ভাবক।
সেন্সরের দেওয়া সিগন্যালে জানা যাবে ড্রেনের কতটুকু জায়গায় ময়লা জমে আছে এবং সিগন্যাল বা সংকেত আইসিতে ইনপুট হিসেবে গ্রহণ এবং অটোমেটিক পদ্ধতিতে প্রেশার পাম্প চালু হয়ে পানির চাপ প্রয়োগ করে ড্রেনের পানির নিচে জমাট বাঁধা ময়লার স্তূপ পানির সাথে মিশ্রিত হয়ে বেড়িয়ে যাবে।
ড্রেনের ময়লা অপসারিত হওয়া, কখন কোন ড্রেনের ময়লা অপসারিত হতে কত সময় লাগেব, মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে, মাসে কতবার একটি ড্রেন ক্লিন হয়েছে এ সকল সব তথ্য সিটি করর্পোরেশন মেয়র তার কম্পিউটারের স্কীনে দেখতে পাবেন এবং নাসহজেই কন্ট্রল করতে পারবেন।
ময়লা ড্রেন থেকে বেরিয়ে ড্রেনের রিলিজ পয়েন্টে একটি খাচায় জমা হবে যেখানে ড্রেনের ময়লা পানি ক্লিন হবে এবং বর্জ্য পরিনত হবে সারে। যেখান থেকে নদী পথের মাধ্যমে খুব সহজে এবং কম খরচে দেশের বিভিন্ন স্থানে পরিবহন করা যাবে। কৃত্রীম বুদ্ধিমত্তার কারনে মেশিন নিজে নিজেই বন্ধ ও চালু হবে। এতে কোন জনশক্তির প্রয়োজন হবে না।
দেশের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামকে এ প্রযুক্তি উপহার দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আবিষ্কারক ওবাইদুল ইসলাম। ওবাইদুল ইসলাম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্যপাংশা গ্রামের ছেলে। ২৭ বছর বয়সী ওবাইদুল ইসলামের পিতা আহমদ আলী, মাতা আলেয়া বেগম।
ওবাইদুল বরিশাল জেলার বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশোনাল শাখার জেনারেল মেকানিক্স ট্রেড থেকে ২০১২ সালে পাস করেন। পরবর্তীতে খুলনা ম্যানগ্রোভ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলোজির মেকানিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এ ভর্তি হন এবং ২০২০ সালে মেকানিক্যাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেন।
তিনি ডিজিটাল উদ্ভাবনী মেলা খুলনায় ২০১৫ ও ২০১৬ সালে অংশগ্রহণ করেন। এ ছাড়া ওবাইদুল ইসলামের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং ও মেকানিক্যাল কাজের ওপর বাস্তব দক্ষতা সনদ আছে।
এএজেড
