সুড়ঙ্গ খুঁড়ে সোনার দোকানে চুরি, গ্রেপ্তার ৬

মাগুরা শহরের পুরাতন বাজার স্বর্ণপট্টিতে বৈদ্যনাথ জুয়েলারি দোকান থেকে স্বর্ণ ও রূপার গহনা চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) অভিযান চালিয়ে নড়াইল ও বাগেরহাট জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার আবুল হাসান,বাগেরহাটের রামপাল উপজেলার মিন্টু শেখ, মোস্তফিজুর রহমান, ইয়াসিন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মেহেদী হাসান ও মাগুরার পুলিশ লাইন পশ্চিমপাড়ার মিরাজুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ব্রোঞ্জের বিভিন্ন সাইজের চুড়ি ৩৪ পিস, সোনা ২২ ভরি ১০ আনা ও ২৯০ ভরি রূপা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।
রবিবার (১৯ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মাগুরা শহরের পুরাতন বাজার সোনা পট্টির বৈদ্যনাথ জুয়েলার্সে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ পথ খুঁড়ে অভিনব কায়দায চুরি সংগঠিত হয়। এ ঘটনায় বৈদ্যনাথ জুয়েলার্সের মালিক বিমল বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে মাগুরা সদর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে একটি অভিযান দল গঠন করা হয়।
তিনি আরও জানান, দলটি ২৪ ঘণ্টার ব্যবধানে মাগুরা, নড়াইল ও বাগেরহাট জেলায় অভিযান চালায়। এসময় নড়াইল থেকে আবুল হাসান, মেহেদী হাসান, মিরাজুল ইসলাম ও বাগেরহাট থেকে মিন্টু শেখ, মোস্তাফিজুর রহমান, ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে মিরাজের নামে ৬টি, মেহেদী হাসানের নামে ১টি, ইয়াসিনের নামে ৩টি, মোস্তাফিজুরের নামে ৩টি ও আবুল হাসানের নামে বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে ।
এসজি
