মেহেরপুরে আনসার সদস্যসহ দুইজনের মরদেহ উদ্ধার
মেহেরপুরে আনসার সদস্যসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নতুন পাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আনসার সদস্য রহিদুল ইসলাম (৩০) ও মোনাখালি গ্রামের আজমল হোসেনের ছেলে লিজন (২৬)।
এ বিষয়ে রহিদুলের পিতা আব্দুল কুদ্দুস বলেন,তার ছেলে রাত ১টার দিকে বাড়িতে ফিরে আসে। এর কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেওয়া হলেও সন্ধান পাওয়া যায়নি। সকালে মরদেহ পাওয়া গেছে বলে সংবাদ পায়। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এ বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেনি।
তবে স্থানীয়দের ধারণা, বেপরোয়া গতিতে মেহেরপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটতে পারে।
এ প্রসঙ্গে মেহেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুর রাজ্জাক ও লিডার রুহুল আমিন বলেন, চকশ্যামনগর নতুন পাড়া এলাকার মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের পাশে একটি ধান ক্ষেতে দুইজনের মরদেহ পড়ে রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়াও ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দীন বলেন,সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআইএইচ