আগুনে পুড়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে মমতাজ সরদার (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের ডার্কি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ সরদার ওই এলাকার মৃত সোনাই সরদারের ছেলে। তিনি চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে চন্দনপুর হাই স্কুলের পেছনের নিজ বাগানের শুকনো পাতা ধ্বংস করতে এক জায়গায় করে তাতে আগুন জ্বালিয়ে দেন। এসময় অসাবধানতাবশত তার লুঙ্গিতে আগুন ধরে যায়। সেসময় তিনি আগুনে পুড়ে মারাত্মক আহত হলে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এসজি
