যশোরে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ৩

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। বুধবার (৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর ছেলে আ. রহমান ও তার ছেলে আ. রাজ্জাক এবং বেনাপোল পোর্ট থানার জাহাঙ্গীর খানের ছেলে আকাশ খান। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, একটি প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ বিদেশি মদ যশোরের উদ্দেশে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ৩টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড়ে অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ব্যাকডালার ভেতর থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এসজি
