বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
সোমবার (৬ মোর্চ) ভোরে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তারা ট্রাক শ্রমিক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে তারা দেখেন একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় ঢাকা থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক রাস্তার উপর দাঁড়িয়ে মেরামত করছিলেন ট্রাকের শ্রমকিরা। এসময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসএন
