মুড়ির চালে ইঁদুরের বিষ্ঠা, কারখানাকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অপরাধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভাই ভাই মুড়ি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৩ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, জীবননগর উপজেলার ইসলামপুর ও চ্যাংখালী রোড এলাকায় মেসার্স সরকার ট্রেডার্সের ভাই ভাই মুড়ি কারখানাকে আগে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে ইঁদুরের বিষ্ঠা মিশ্রিত চালে মুড়ি তৈরি, মুড়িতে নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার, কারখানার চালের হলারে পাখির বিষ্ঠা, অস্বাস্থ্যকরভাবে প্যাকেট করা ও প্যাকেটে মেয়াদ, মূল্য না দেওয়ার অপরাধে মালিক মো. নাজমুস সাকিবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ও ৩ দিনের জন্য কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় সবাইকে সতর্ক করা হয়।
সজল আহম্মেদ বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছি। কোনো অসংগতি ধরা পড়লে জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনিসুর রহমান ও জীবননগর থানা পুলিশের একটি দল।
এসজি
