থাপ্পড় কাণ্ডে ফকিরহাট ইউএনও’র বিরুদ্ধে তদন্ত শুরু

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের থাপ্পরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মিজানুর রহমানের কান ফেটে যাওয়ার ঘটনায় সরেজমিনে তদন্ত করলেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত টিম। এ সময় তদন্ত টিমের প্রধান বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম ভুক্তভোগী শেখ মিজানুর রহমান, প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম ও মোল্যা হাবিবুর রহমানের স্বাক্ষ্য গ্রহণ ও তাদের লিখিত জবানবন্দি গ্রহণ করেন। পরে দেখা করে কথা বলেন স্বাক্ষী উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ ও অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের সঙ্গে।
এদিকে ঘটনার দিন কাঠালতলা এলাকায় থাকা একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত বুধবার (১ মার্চ) বেলা ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িটি ফলতিতার দিকে যাচ্ছিল। মাত্র তিন সেকেন্ডের ব্যবধানে গাড়িটি পুনরায় পেছনে আসে। তখন পাশের রাস্তা থেকে উঠে আসা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের মোটরসাইকেলের সঙ্গে ইউএন’র গাড়িটির সামান্য ঘষা লাগে। প্রথমে গাড়িচালক নিচে নেমে আসেন। পরে ইউএনও গাড়ি থেকে নামেন এবং মোঃ মিজানুর রহমানকে থাপ্পর দেন। এরপর গাড়ির পেছনে তাকে উঠিয়ে নিয়ে চলে যান ইউএনও।
এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হলে বাগেরহাট জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেন এবং তদন্তের সময়ে উপস্থিত থাকতে উভয় পক্ষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশের আলোকে শুক্রবার দিনব্যাপী তদন্ত কাজ চলে।
এ ব্যাপারে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান বলেন, ইউএনও কর্তৃক শারীরিক লাঞ্ছিত হওয়ায় প্রশাসন আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি আমি ন্যায়-বিচার পাবো। যেহেতু এটা প্রশাসনের ব্যপার, তাই তারা যেটা ভালো মনে করবেন আমি তাই মেনে নেব।
তদন্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন, অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়ের সাক্ষ্য নেওয়া হয়েছে। আশা করি ২/১ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে পারব।
এসআইএইচ
