'শিক্ষার্থীদের নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে'
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী এবং একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু বক্কর সিদ্দিকী, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের শিক্ষার্থীরা ও সন্তানেরা সাধারণ শিক্ষার পাশাপাশি তাদের জীবনকে গড়তে, আয়ের পথ ও কর্মসংস্থান খুঁজবে। তারা দেশ ও সমাজ এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাব। এর জন্যে তাদের লেখা পড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা, বিভিন্ন ভাষা শিক্ষা, নার্সিং, হেলথকেয়ার, প্রযুক্তিগত শিক্ষা ও বৈশ্বিক দক্ষতাসহ নানা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। যেগুলোর জন্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করছে সরকার।
উপমন্ত্রী আরো বলেন, একটি মানুষ জীবনে অনেক কিছু শিখতে পারে। উচ্চ শিক্ষার মানে হচ্ছে বিশ্ব নাগরিক হওয়ার প্রস্তুতি। শিক্ষার্থীদের মনকে উদার করা, অসম্প্রদায়িক চেতনায় নিজেকে ধারণ করা এবং বিশ্ব নাগরিক হওয়ার জন্য বৈশ্বিক দক্ষতাগুলো অর্জন করা প্রয়োজন।
প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, মাগুরা জেলায় আমরা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু করতে পারি। পরবর্তিতে এটি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা যাবে। শিক্ষা বিভাগের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে এ কাজ গুলো করতে পারি। এ সময় মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র হোস্টেল, অডিটরিয়াম, খেলার মাঠ সংস্কারসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
এএজেড