শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | ২৯ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

যশোর জেলার ১১৮ ইটভাটার নেই কোনো বৈধতা

যশোর অঞ্চলে ২৯১টি ইটভাটা থাকলেও ১১৮টি ভাটার কোনো বৈধতা নেই। পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে এসব ইটভাটা। এর মধ্যে বেশ কয়েকটি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়ার পরও পেশী শক্তির জোরে চলছে তাদের ইটভাটা। জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্স পর্যন্ত নেই এসব ইট ভাটার। আইনগতভাবে জিগজ্যাগ পদ্ধতিতে চলছে মাত্র ৫২টি ইট ভাটা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অনুযায়ী যশোরের বেশিভাগ ইটভাটার বৈধতা না থাকায় আন্ত মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠে নেমেছে অধিদপ্তর। পরিবেশ আইন ও বিধিমালা অনুযায়ী ভাটা পরিচালনা কার্যক্রম হাল নাগাদ করতে নোটিশ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদে কাজ শুরু হবে বলে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন যশোরের উপ পরিচালক সাঈদ আনোয়ার।

আরও জানা যায়, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে সংশোধনী এনে ইট ভাটার জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়। লাইসেন্সবিহীন ইট ভাটা চালালে দুই বছরের জেল। এ ছাড়া আইন না মেনে ভাটা চালালে ২০ লাখ টাকা জরিমানার বিধান সংযোজন করা হয়। এমনকি ‘ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) সংশোধন আইন, ২০১৯’ বিল সংসদে পাসও হয়। ওই বিলের ধারা ৪ এ সংশোধনী এনে প্রতিস্থাপন করে বলা হয় ‘আপাতত চলমান অন্য কোনো আইনে যা কিছুই থাক না কেন, ইটভাটা যে জেলায় অবস্থিত সেই জেলার জেলা প্রশাসকের কাছ থেকে অবশ্যই ইট পোড়ানোর লাইসেন্স গ্রহণ করতে হবে। এ ছাড়াও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় থেকে পরিবেশের ছাড়পত্র নিতে হবে। এর অন্যথা হলে কোনো ব্যক্তি ইট প্রস্তুত করতে পারবেন না।

এ ছাড়াও পরিবেশ আইন অনুযায়ী আবাসিক এলাকা, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন বন, বাগান জলাভূমি, কৃষি জমি, বিশেষ কোনো স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান বা অনুরূপ কোন স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১ কিলোমিটার বা ১ হাজার মিটার দূরত্বে ইটভাটা স্থাপন করার কথা বলা হয়। সেইসঙ্গে ভাটাগুলো জিগজ্যাগ পদ্ধতির হতে হবে। কিন্তু যশোর জেলার অধিকাংশ ইটভাটার ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটে চলেছে। আইনে ব্যত্যয় ঘটলেও অনেকে ছাড়পত্র ছাড়াই ভাটা চালিয়ে যাচ্ছেন। যদিও বিধি অনুযায়ী পরিবেশ আইন কার্যকর হওয়ার সময় থেকে নির্ধারিত কিছু প্রতিষ্ঠান ও এলাকার সীমানার অভ্যন্তরে ইটভাটা স্থাপন করা যাবে না। এর জন্য পরিবেশ অধিদপ্তর বা অন্য কোনো কর্তৃপক্ষ কোনোরূপ অনুমতি বা ছাড়পত্র বা লাইসেন্স দিতে পারবে না। এরপরও অনেকেই নানা বাঁকা পথে হাসিল করেছেন ছাড়পত্র।

তথ্য মিলেছে, যশোরের এমন ইটভাটাও রয়েছে যার এক কিলোমিটারের মধ্যে নয়, ২০ গজের মধ্যেই রয়েছে বসতবাড়ি, ১০০ গজের মধ্যে রয়েছে ঘনবসতি গ্রাম। প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো শর্ত মানা হয়নি। সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে চলছে কয়েকটি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। আবাসিক এলাকায় ধানী ও কৃষি জমি নষ্ট করে তৈরি করা হয়েছে এসব ইটভাটা। এতে শিক্ষাপ্রতিষ্ঠান, কবরস্থান ও মসজিদ, শতাধিক পরিবারের বসতি গ্রামসহ অনেক প্রতিষ্ঠান দূষণের কবলে পড়েছে । পরিবেশ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইটভাটা নির্মাণ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর যশোরের একটি সূত্র জানায়, এই তালিকায় যশোরে পড়েছে ১১৯টি। এগুলোর মধ্যে কয়েকটি ইটভাটা জিগজ্যাগ হলেও সেখানে পরিবেশগত আইন মানা হয়নি, শর্ত পূরণ না করেই চলছে। যে কারণে অবৈধ তালিকায় পড়েছে ওই ভাটাগুলো। এদের মধ্যে একটি ইটভাটা বন্ধ হয়ে গেছে। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত একটি সার্ভে করে এর আগে ৩৩টি ইটভাটার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের মনিটরিং ও ইনফোর্সমেন্ট শাখায় প্রতিবেদন পাঠানো হয়েছিল। আইনগত বৈধতা না থাকায় ওই ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় প্রতিবেদনে। পরে ওই ৩৩টি ভাটার প্রতিটিকে দেড় লাখ টাকা থেকে ৫ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করে সতর্ক করা হয়। সেইসঙ্গে দ্রুত ইটভাটা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই ভাটাগুলোর ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রয়েছে নানা স্থাপনা। নষ্ট হয়েছে কৃষি জমি, প্রতিকূল প্রভাব পড়ছে আবাসিক এলাকায়ও। এর মধ্যে ভাই ভাই ব্রিক্স, বিশ্বাস ব্রিক্স, বানী ব্রিক্স, মেসার্স যশোর ব্রিক্স, ফিরোজ ব্রিক্স, মুন ব্রিক্স, শরীফ ব্রিক্স, রানা ব্রিক্স, ন্যাশনাল ব্রিক্স, সোহাগ ব্রিক্স, নিউ বোল্ড ব্রিক্স, বন্ড ব্রিক্স, এনপি ব্রিক্স, জাহাঙ্গীর ব্রিক্স, পয়েন্ট ব্রিক্স, নিউ ব্রিক্স, এসএন ব্রিক্স, নিউ ফাইফ স্টার, নিউ ফাইভ স্টার ২, মেঘনা ব্রিক্স, আশা ব্রিক্স, সুপার ব্রিক্সসহ ৩৩টি ইট ভাটার নাম ছিল। এগুলোর উপর নজরদারি ছাড়াও সনাতনী ১৩টি ভাটাসহ আরো ৯৯টি ভাটাতে অভিযান পরিচালনার জন্য হুঁশিয়ারি দেয় পরিবেশ অধিদপ্তর যশোর।

যশোরের পরিবেশ অধিদপ্তর জানায়, আইনগতভাবে না হওয়ায় ও পরিবেশ আইনের ব্যতয় ঘটায় ২০২০ সাল থেকে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ২১টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। একে একে বাকিগুলো উচ্ছেদ করে দেওয়া হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক। এ ছাড়া জেলার যে ৫২টি ইটভাটা বৈধ বলে খাতা-কলমে রয়েছে তাদের ব্যাপারেও নতুন করে খোঁজ-খবর নেবে পরিবেশ অধিদপ্তর যশোর। এগুলো জিগজ্যাগের হাইব্রিড, হকম্যান, টানেল, কিলন পদ্ধতির ভাটা কি-না। এ ছাড়াও সার্ভে করে পরিবেশ অধিদপ্তর জানতে পেরেছে বিধি ও পরিবেশের বত্যয় ঘটিয়ে চলছে এখন ১১৮টি ইটভাটা। এগুলোর বিরুদ্ধে একে একে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর যশোরের উপ পরিচালক সাঈদ আনোয়ার জানিয়েছেন, ইটভাটা সংক্রান্ত সব অসংগতি ও অনিয়মের বিরুদ্ধে মাঠে নামা হয়েছে। সকল প্রকার দেন দরবার উপেক্ষা করে জনস্বার্থে ও এলাকার পরিবেশ সমুন্নত রাখতে অবৈধ সব ভাটা উচ্ছেদে কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, দু:খজনক হলেও সত্য যে যশোরে এখন ১৭০টি চলমান ভাটার মধ্যে ১১৮ টির কোনো বৈধতা নেই। এ ব্যাপারে আন্তঃমন্ত্রণালয়ের সভায় যেসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে তা নিয়ে কাজ চলছে। যশোরে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।

এসআইএইচ

Header Ad
Header Ad

আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেফতার

রূপালি । ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রূপালিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) ভোরে ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আয়শা সিদ্দিকা রূপালির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে তেঁতুলতলার আব্দুর রহিম পাগলার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমীন জানান, গ্রেফতারের পর আয়েশা সিদ্দিকা রূপালিকে আদালতে পাঠানো হয়েছে।

Header Ad
Header Ad

অনলাইনে ট্রেনের টিকিট পেতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট

ছবি: সংগৃহীত

ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য শুক্রবার (১৪ মার্চ) থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। তবে এ পর্যন্ত টিকিট কেনায় কোনও সমস্যা হয়নি। কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

এদিকে, দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।

কোন তারিখে কোন ট্রেনের টিকিট পাওয়া যাবে

১৪ মার্চে ২৪ মার্চের টিকিট বিক্রি হবে

১৫ মার্চে ২৫ মার্চের টিকিট বিক্রি হবে

১৬ মার্চে ২৬ মার্চের টিকিট বিক্রি হবে

১৭ মার্চে ২৭ মার্চের টিকিট বিক্রি হবে

১৮ মার্চে ২৮ মার্চের টিকিট বিক্রি হবে

১৯ মার্চে ২৯ মার্চের টিকিট বিক্রি হবে

২০ মার্চে ৩০ মার্চের টিকিট বিক্রি হবে

রেল মন্ত্রণালয় জানিয়েছে, এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় কাউন্টারে কোনও টিকিট পাওয়া যাবে না। টানা সাত দিন ধরে এই প্রক্রিয়া চলবে।

গত ৬ মার্চ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদযাত্রা শুরু হবে ২৪ মার্চ থেকে। যাত্রীদের সুবিধার্থে পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে আরও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

Header Ad
Header Ad

দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই

হজরতউল্লাহ জাজাই। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের প্রখ্যাত বাঁহাতি ব্যাটসম্যান হজরতউল্লাহ জাজাই তার প্রিয় কন্যাকে হারিয়েছেন। ছোট্ট মেয়েটি খুব অল্প বয়সে চলে গেছে, তার মৃত্যুতে হতবাক এবং শোকে মুহ্যমান হয়েছেন জাজাই।

এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছেন জাজাইয়ের ঘনিষ্ঠ বন্ধু এবং আফগান জাতীয় দলের সতীর্থ করিম জানাত। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে শোকের বার্তা প্রকাশ করেছেন এবং জাজাই ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জানাত তার পোস্টে লিখেছেন, "বাহিরের দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, আমার প্রিয় বন্ধু হজরতউল্লাহ জাজাই তার কন্যাকে হারিয়েছেন। এই কঠিন সময়ে তাদের প্রতি আমার হৃদয় থেকে গভীর সমবেদনা। দয়া করে তাদের জন্য প্রার্থনা করুন, যাতে তারা এই শোক কাটিয়ে উঠতে পারেন।"

হজরতউল্লাহ জাজাই সর্বশেষ আফগানিস্তান দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেননি। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওডিআই ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। এরপর থেকে তিনি ১৬টি ওয়ানডে এবং ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন।

বিশ্ব ক্রিকেটে নিজের একাধিক দুর্দান্ত ইনিংসের জন্য পরিচিত জাজাই, বিশেষ করে ২০১৯ সালে ভারতের দেরাদুনে আয়রল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ১৬২ রানের অসাধারণ ইনিংসটি। ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের মোট সংগ্রহ ৩৬১ রান ওয়ানডেতে এবং ১১৬০ রান টি-টোয়েন্টিতে, যেখানে রয়েছে ১টি শতক ও ৫টি অর্ধশতক।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নেত্রী রূপালি গ্রেফতার
অনলাইনে ট্রেনের টিকিট পেতে আধা ঘণ্টায় ২০ লাখ হিট
দুই বছরের কন্যাকে হারালেন আফগান ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই
রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বললেন জাতিসংঘ মহাসচিব
কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
সুন্দরবনের গহীন থেকে বৃদ্ধা নারী উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
গাজার ধ্বংসস্তূপ থেকে আরো সাত লাশ উদ্ধার
জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজারে পৌঁছেছেন ড. ইউনূস
গালি দেয়া সেই উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেয়ার আহ্বান হাসনাতের
প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে: রিজভী
৬০তম জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান
গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস
আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ভয়াবহ আগুন, ডানা দিয়ে নামলেন যাত্রীরা
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ৯ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ
৩ ম্যাচ পর মাঠে ফিরেই মেসির দুর্দান্ত গোল, কোয়ার্টারে ইন্টার মিয়ামি (ভিডিও)
মাগুরার সেই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না: তারেক রহমান
ইসলামী শাসনে চলবে সিরিয়া, অস্থায়ী সংবিধানে সই করলেন প্রেসিডেন্ট
বিরামপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত