বিয়ের পিঁড়িতে বসা হলো না রেজওয়ানের

মাত্র ১৮ দিন পর বিয়ে হওয়ার কথা ছিল। তবে মাহফিলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসতর্কতার খেসারত হিসেবে প্রাণ দিতে হলো রেজওয়ান (২৬) নামের এক যুবকের। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা পৌরসভার পুরাতন সাতক্ষীরা হরিতলা (মদিনা মসজিদ) এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। নিহত রেজওয়ান জেলার আশাশুনি উপজেলার পশ্চিম বুধহাটা গ্রামের আব্দুল কুদ্দুস ঢালীর ছেলে।
স্থানীয়রা জানান, মাহফিলে বিদ্যুৎ সংযোগ দিতে তার নিয়ে কাজ করছিলেন রেজওয়ান। কানে মোবাইল ফোন রেখে কথা বলতে বলতে কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত হাতে থাকা বিদ্যুতের তার ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারের ওপর ছুড়ে মারেন তিনি।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রেজওয়ান। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, পুলিশ হাসপাতালে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
এএজেড
