ভারত ট্রানজিট হয়ে মোংলায় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল

এবার রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। মূলত সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রাশিয়ার পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আমদানি করা মালামাল খালাস হয় ভারতে। এরপর ভারত থেকেই তা আনা হয় আমাদের দেশে।
স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের পরিচালক আলহাজ্ব এইচ, এম দুলাল জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি সেজুতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে ১০৪৮ মেট্টিক টন স্টেকচার ও মেশিনারী পণ্য রয়েছে। জাহাজটি থেকে পণ্য খালাস শুরু করার পর তা সড়ক পথে যাবে রুপপুর পারমাণবিক কেন্দ্রে।
তিনি বলেন, রাশিয়া থেকে সরাসরি নয়, ট্রানজিটের মাধ্যমে এম ভি সেজুতি রুপপুরের মালামাল নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দর থেকে। তবে এটিই রুপপুর পণ্যের প্রথম ভারত ট্রানজিট চালান। এর আগে রুপপুরের সকল পণ্যই রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে। গত ২২ জানুয়ারি এম ভি কামিল্লা ও ২৯ জানুয়ারি এম ভি আনকাসান এবং সাপোডিলা রাশিয়া থেকে রুপপুরের মালামাল নিয়ে সরাসরি এসেছিল মোংলা বন্দরে।
উল্লেখ্যে, সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রুপপুরের মালামাল পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতে এর আগে রুপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসা এম ভি উসরা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। তখন ওই জাহাজটির ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভেড়ার সিডিউল ছিল। কিন্ত মার্কিন নিষেধাজ্ঞায় তা তখন সম্ভব হয়নি। পরে অবশ্য ওই জাহাজটি পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পারায় ফেরত যায় উসরা মেজর। যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞায় রাশিয়া, বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এসআইএইচ
