নড়াইলে গণপিটুনিতে ২ চোরের মৃত্যু

নড়াইলে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে দুই চোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার বীড়গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহতদের একজন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জুরিয়া গ্রামের গফুর শেখের ছেলে আসাদুর শেখ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বীড়গ্রামে গরু চুররি হিড়িক পড়ে। পেশাদার চোররা বিভিন্ন এলাকা থেকে এখানে আসে। দিনের বেলায় তারা ছদ্মবেশে কেউ মুড়ি-মুরগি বিক্রি করে। কেউ পুরোনো কাপড় বিক্রি করে। কেউ ভাঙাড়ি বিক্রি করে। এভাবে গ্রামে ঢুকে তারা খোঁজ নেয়, কার গোয়ালে গরু আছে। পরে রাতে এসে গরু চুরি করে। তারই ধারাকাহিকতায় সোমবার ভোররাতে বীড়গ্রামের রেবন্ত বিশ্বাসের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে পালোনার সময় টের পেয়ে যায় বাড়ির এক গৃহবধূ। তখন তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে চোরদের তাড়া করে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পৌরসভার কাড়িরবিল এলাকায় চোরদের দুইজনকে আটক করে। এ সময় চোরদের সঙ্গে থাকা আরো কয়েকজন পালিয়ে যায়। আটক দুই চোরকে গণপিটুনি দেয় এলাকাবাসী। আর তাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, এলাকাবাসী ও পাহারাদাররা দুই গরু চোরকে ধরে। বাকিরা পালিয়ে যায়। ধরা পড়া দুইজন গণপিটুনিতে মারা যায়। একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় এখনো মেলেনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে। পরবর্তীতে পুলিশ আইনত ব্যবস্থা নিবে।
এসআইএইচ
