সুন্দরবনের মৎস্যজীবীদের মাঝে র্যাবের শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার মাছ বাজার এলাকায় মৎস্যজীবীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে র্যাব-৬ এর অধিনায়ক (সিও) লে. কমান্ডার মোস্তাক আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের হাতে এই শীতবস্ত্র তুলে দেন।
এসময় কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দোজা, স্কোয়াড কমান্ডার গোলাম রসুল, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ উপকারভোগী বিপুল সংখ্যক মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
র্যাব কর্মকর্তারা জানান, র্যাব সব সময় সুন্দরবনের নিরাপত্তায় তাদের কাজ অব্যাহত রেখেছে। এজন্য বর্তমানে সুন্দরবনে কোনো দস্যুবাহিনী গড়ে উঠতে পারছে না। বিচ্ছিন্নভাবে কেউ দস্যুতা চালাতে আসলে র্যাব কঠোর হস্তে তা দমন করবে। প্রথম দিনে ২০০ জন মৎসজীবীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এটা অব্যাহত থাকবে বলে জানান র্যাব কর্মকর্তারা।
এসজি
