চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্য সচিবসহ ৮ নেতা-কর্মী আটক

চুয়াডাঙ্গায় গণমিছিলের প্রস্তুতির সময় জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পাশ থেকে তাদের আটক করা হয়। এতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়।
আটককৃতরা হলেন- জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ, সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, বিএনপি নেতা আবু হানিফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব খাঁন, পৌর ছাত্রদলের সভাপতি কৌশিক আহমেদ রানা, ইমরান ও ছাত্রদল নেতা আরমান খান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে চুয়াডাঙ্গায় গণমিছিলের প্রস্তুতি নিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাব এলাকায় জড়ো হচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বিএনপির নেতারা। পরে ৮ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।
নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতির সময় ওই কর্মসূচি পণ্ড করতে পুলিশ সদস্যরা দলের নেতাদের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে তাদেরকে জোরপূর্বক আটক করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, বিএনপির মিছিল থেকে হামলা, ভাঙচুর ও পরিস্থিতি অশান্ত করার পরিকল্পনার তথ্য ছিল। তবে আটকদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এসজি
