১০ দফা দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ, গ্রেপ্তার ১৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়া, আলেম-ওলামাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নেতা-কর্মীরা। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে দলটির ১৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের নেতৃত্বে শহরের হাটের মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলের একটি অংশ হাটের মোড় থেকে তুফান মোড়ের দিকে বিক্ষোভ শুরু করলে পুলিশের বাঁধার মুখে তা পণ্ড হয়ে যায়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা শনিবার সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এসআইএইচ
